হঠাৎ দেখা
যখন অনেক দিনের পরে, দেখা হল তোমার সঙ্গে,
ভাবছিলাম কি বলবো আমি?
কেমন আছো তুমি?
কিন্তু তুমি দেখলে না তো চেয়ে আমার দিকে,
থাকলে দূরে আমার থেকে।
দেখার স্মৃতি পথেই রেখে, চলে গেলে পরক্ষণে।
অবাক হয়ে থমকে গেলাম আমি পথের বাঁকে।
যে ছিল মনের মনিকোঠায়, চিনলে না তো তাকে।
বললে না তো একটিবারও নামটি ধরে ডেকে.
কেন সেদিন চলে গেছিলে আমায় ফেলে রেখে?
জানতে চাইলে না তো একবারও কি হল সেই রাতে?
চোখের জলও শুকিয়ে গেছে অভিমানের তাপে।
এখন আর আমার পাশে নেই তোমার মতো কেউ।
আছে শুধু জীবনের স্রোতে তোমার স্মৃতির ঢেউ।
অনুলিপিতে কিন্তু শুধুমাত্র গল্প বা কবিতা আছে, এমনটা নয়, আছে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমনের ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার লেখনিতে একটু দেখে নিন মাওলং, কুর্গ বা দাওয়াইপানির মতো আরও অনেক জায়গা। তার জন্য আপনাদের ক্লিক করতে হবে ভ্রমনকথা।
অনুলিপিকে হাতের মুঠোফোনে খুঁজে পেতে ফেসবুকে খুঁজে নিন অনুলিপির পেজ।