“এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা” – কবি সুকান্তের লেখা এই লাইনটা মনে ভেসে উঠতেই পারে সেই ছোট্ট গ্রামটায় গেলে, যার নাম মাওলং। মেঘালয়ের রাজধানী শিলং শহর থেকে প্রায় ৭৭ কিমি দূরত্বে অর্থাৎ প্রায় ঘন্টা তিনেকের সফরে পৌঁছে যাওয়া যায় উত্তর কাশী পাহাড়ে অবস্থিত ছোট্ট গ্রাম মাওলং – এ, যা বিখ্যাত এশিয়ার সবচেয়ে পরিষ্কার – পরিচ্ছন্ন গ্রাম হিসাবে। ২০১৮ সালের চৈত্রের এক দুপুরে আমি সপরিবারে পৌঁছে গিয়েছিলাম এই শান্ত, স্নিগ্ধ, সবুজ গ্রামটিতে। মেঘালয় মালভূমির চড়াই – উতড়াই পথে যখন গাড়ি ছুটে চলে মাওলং -এর দিকে, তখন চারপাশের প্রকৃতি দেখে মুগ্ধ না হয়ে বিশেষ উপায় থাকে না পর্যটকদের। আর আমার মতো প্রকৃতিপ্রেমী ভাবুক মানুষ হলে ভেসে যেতে চাইবে কল্পনার রাজ্যে। রাস্তার এক বাঁকে ঘন কুয়াশা তো অন্য বাঁকে রোদ ঝলমলে আকাশ। কখনো আবার কুয়াশার চাদর ভেদ করে নেমে এসেছিল দু – এক পশলা বৃষ্টি। এই গ্রামের বৃষ্টিস্নাত শ্যামল প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকে মানুষদের। শান্ত, নিরিবিলি এই গ্রামের মানুষেরা হয়তো দূষন কাকে বলে জানে না। যান্ত্রিক কোলাহল, প্রাত্যহিক ইঁদুর দৌড় থেকে মাওলং -এর বাসিন্দারা নিজেদের অনেক দূরে সরিয়ে রেখেছে।
এই গ্রামের মেয়েরা আজ’ও সব কাজ করে। কাঠের তৈরী ছোট্ট রেস্তোরাতে মধ্যাহ্নভোজ সারতে গিয়ে চোখে পড়ল, সেখানে রান্না করা, খেতে দেওয়া থেকে শুরু করে টাকা – পয়সার হিসাব রাখা পর্যন্ত সবটাই মহিলারা নিপুন হস্তে করছে। যদিও বর্তমান পৃথিবীতে পুরুষ এবং মহিলার কাজ বলে পৃথক কিছু হয়না। গ্রামের আরো অনেক মহিলারা তাদের হাতে তৈরী নানান গৃহসজ্জার সরঞ্জাম, ব্যাগ প্রভৃতির পসরা সাজিয়ে বসে আছে ক্রেতার অপেক্ষায়। মনোরম নাতিশীতোষ্ণ পরিবেশ, বছরের প্রায় ৯ থেকে ১০ মাস বৃষ্টি, শান্ত ও বিশুদ্ধ বাতাস, সবুজের ঘনঘটার টানে এখানে প্রায় সারাবছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, যার ওপর অনেকাংশে নির্ভর করে এই ছোট্ট গ্রামটির অর্থনীতি। প্রকৃতিপ্রেমী মানুষরা চাইলে কাটিয়ে দিতে পারেন এই শান্ত গ্রামটির নিরিবিলি পরিবেশে একটি রাত। ফিরে আসতে চাইবে না আর মন শহুরে কোলাহলে।
এখান থেকেই ঘুরে নিতে পারেন চেরাপুঞ্জি, জোয়াই, দাওকি, বাংলাদেশ বর্ডার।
মাওলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব ৮০ (80) কিমি।
মাওলং থেকে দাওকির দূরত্ব মাত্র ৩৪ (34) কিমি।
মাওলং থেকে জোয়াই – এর দূরত্ব ৯০ (90) কিমি।
মাওলং থেকে মউসিনরাম অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চলের দূরত্ব ১০৪ (104) কিমি মতো।
মেঘালয় ভ্রমনের অবশ্যই একটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য হলো এই ছোট্ট গ্রামটি, যা মানুষের মন জয় করবেই।
মাওলং সম্পর্কে আরো বিস্তারিত জানতে লগ ইন করুন মাওলং উইকিপিডিয়া তে।
মাওলং এর মতো আরো ভ্রমনকথা পড়তে ক্লিক করুন দাওয়াইপানি।
Osadharon…
Thanks a lot