সত্যজিতের সেঞ্চুরি – করোনা যখন গ্রাস করেছে ভারত সহ গোটা পৃথিবীকে,মানুষ যখন সোস্যাল ডিসটেন্সিং, লকডাউন আর ডেল্টা প্লাস- এর জ্বালায় জর্জরিত, তখন ২০২১ ভালোবাসার এক ছোট্ট পরশ রেখেছে আপামর বাঙালির মনে। এই বছরে বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। সহজ ভাষায় বললে বলা যায়, সত্যজিতের সেঞ্চুরি। শুধু পরিচালক সত্তায় তিনি সীমাবদ্ধ নন। তিনি ছিলেন সর্বগুনসম্পন্ন, যার মধ্যে প্রতিভার অভাব খুঁজে পাওয়া শুধু দুষ্কর’ই নয়, অসাধ্য। বাঙালি জাতির সম্মানের ঝুলি অনেকটা পূরণ করেছিল মানিক বাবুর প্রাপ্ত অস্কার। সত্যি ধন্যি নাম বটে, তিনি এমন এক মহামানব, যার মানিক্যের চ্ছটায় আমরা আলোকময়, যার সত্য’ই জিতে যাওয়া নিয়ে আজও বাঙালি জাতি গর্ব করে।তাঁর শততম জন্মসালে আমার মতো এক মানিকবাবু ভক্তের ছোট্ট নিবেদন এই সত্যজিতের সেঞ্চুরি। তাই তাঁর জন্মশতবর্ষে তাঁর কথাই ধার করে বলি, “মহারাজা তোমারে সেলাম।“
সত্যজিতের সেঞ্চুরি – র মতো আমার লেখা আরো এক ছোট প্রতিবেদন পড়তে ক্লিক করুন পাঠকের মন।
সত্যজিত রায় সম্পর্কে আমরা যতোই জানি ততোই মনে হয় কম। ওনার কর্মকান্ডের আরো খুঁটিনাটি তথ্য জানতে চাইলে উইকিপিডিয়া – তে পড়ুন।