লং ড্রাইভ

“কোন দিকে গেলে যেন কোনা এ‍‌ক্সপ্রেসওয়ে যাওয়া যায়?” গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে একটু ভাবতে লাগল সংকলন। প্রায় ১২-১৩ বছর হয়ে গেল এইদিকে আসা হয়নি। অবশ্য শেষ ২০ বছরে কোলকাতার আর কোন্ দিকটাই বা গেছে ও। সংকলন এখন দুবাইতে থাকলেও এই কোলকাতা শহরটা এখোনো তাকে চুম্বকের মতো টানে। কিন্তু এখানে তার নিজের বলতে কেউ নেই, অবশ্য কোলকাতা কেন দুনিয়াতেই বা তার নিজের বলতে কে’ই বা আছে? যাই হোক এক পথচারির দেখানো রাস্তায় আবার গাড়ি ছোটালো সে।